যে ৩ টি ব্যবসা করলে ধনী হতে সময় লাগবে না।
ফাস্টফুড ব্যবসা
বর্তমানে
এটি একটি লাভবান ব্যবসা । আর সকলের এটি খুবই একটি পছন্দের খাবার । বেকার ও ছাত্র জীবনের অবসর টাইমে এটি একটি লাভবান ব্যবসা । অনেকে এটির মাধ্যমে সাবলম্বি হয়েছেন । যেখানে অনেক লোকের আগমন থাকে ঐই স্থানে একটি দোকান নির্বাচন করতে হবে । দোকানটি সুন্দর হলে তা দৃষ্টি আকর্ষন করে থাকে । আর সকল প্রকার ফাস্টফুড রাখতে হবে । আর সকল প্রকার খাবার গুলো সুন্দর ভাবে সাজিয়ে রাখতে হবে । আর তার সাথে সফ্ট ড্রিংস ও মজুদ রাখতে হবে । আর চাহিদা অনুযায়ি তা সঠিক ভাবে পরিবেশন করতে হবে । অনেক কম খরচে এটি করা যাই । আর আপনার ব্যবসাটি দ্রুত মার্কেট পাবাতে আপনি হোম-ডেলিভারি করতে পারেন ।আর আরও ভালো অভিজ্ঞতা অর্জন করতে হলে আপনি বিভিন্ন দোকানে যেতে পারেন । আর আপনি এক বা একাধীক লোকও আপনার সাথে রাখতে পারেন ।
আর
আপনি দোকানিদের কাছ থেকেও অনেক ধারনা নিতে পারেন । এতে আপনি অনেক জ্ঞান লাভ করতে পারবেন ।
ওয়ান
টাইম
প্লেট
ব্যবসা
এই
ব্যবসাটি করে আপনি খুব সহজে ১-২ লক্ষ
টাকা প্রতি মাসে ইনকাম করতে পারবেন । আমাদের দেশের বাইরে এটি অনেক প্রচলিত । আর ইন্ডিয়াতে এর অনেক প্রচলন রয়েছে । আর এটি হলো ওয়ান টাইম প্লেট ব্যবসা । আর এর জন্য প্রয়োজন অটো মেশিন আর কাচামাল ।
১কেজি
কাচামালের খরচ = ৩০ টাকা
আর
এই ১কেজিতে = ১৫০টি প্লেট তৈরি হয়
খরচ
হয় = ৩০/১৫০=০.২ টাকা
প্রতি
ঘন্টায় তৈরি হয় ২০০০ টি । আর আপনি ৮ ঘন্টা কাজ করলে তৈরি হবে ১৬০০০ টি ।
মোট
খরচ ৪২৫০ টাকা ।আর
দিনে লাভ থাকবে ৮৮৫০ টাকা । আর প্রতি মাসে লাভ হবে ৮৮৫০*৩০=২৫৬৫০০ টাকা ।
আর
এই ব্যবসাতে মাত্র ৫৫০০০ টাকা দিয়ে শুরু করতে পারবেন । আর তাই আমার মতে এটিই অনেক লাভবান একটি ব্যবসা যা আপনাকে অনেক দ্রুত সাবলম্বি করে তুলবে।
মদি খানার দোকান
বাংলাদেশ
একটি ফেচটিবল দেশ । আমাদের দেশে অনেক প্রকার উৎসব যেমন: ঈদ,দূর্গা-পূজা,নব-বর্ষ ঈত্যাদি উৎসব হয়ে থাকে । তাই
আপনাকে এমন একটি দোকান দিতে হবে যা এসকল উৎসবে কাজে লেগে থাকে।
আর আপনাকে এমন একটি নাম দিতে হবে যা দেখে সবাই মুগ্ধ হয় । যেমন:সেমাই,চিনি,আতস-বাজি এবং বাচ্চাদের জন্য খেলার দ্রব্য বিক্রি করতে পারেন । আর
আপনি একটি কাউন্টার করতে হবে যাতে কাস্টমার বাইরে থেকে পণ্য ক্রয় করতে পারে । আর এতে কোনো প্রকার ঝামেলাও হবে না । আপনি খুব সহজে পণ্য বিক্রি করতে পারবেন । আর আপনি এক বা একাধীক আকর্ষনীয় আলমারিতে পণ্য গুলো সুন্দর ভাবে সাজিয়ে রাখতে পারবেন । আর এতে কাস্টমার সঠিক ভাবে দেখতে পাবে ।আর
আপনাকে একটু কম দামে পণ্য বিক্রি করতে হবে । তাহলে সকলে আপনার কাছেই আসবে । এতে আপনি অনেক লাভবান হতে পারবেন।আপনার এটি পছন্দ হলে শেয়ার করে আপনার বন্ধদেরকেও জানাতে পারেন ।
নতুন
নতুন আর ব্যবসার আইডিয়া পেতে চাইলে আমাদের সাথেই থাকুন।
আর আমাদের কোন ভুল হলে দয়া করে ভুলটা ধরিয়ে দিবেন।
আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন।