আজ আমরা তিনটি ব্যবসা নিয়ে আলোচনা করব । এটির মাধ্যমে আপনি খুব ভালো পরিমান অর্থ উপার্জন করতে পারবেন ।প্রথমে আমরা আলোচনা করব স্ব-কর্মসংস্থানের সুবিধা নিয়ে । এখানে আপনার বস আপনি নিজে । আপনি চাইলে কম বা বেশি কাজ করতে পারেন,আর এর জন্য প্রয়োজন মিনিমাম ইনভেস্টমেন্ট। খুব অল্প পরিমানে । আর এতে সময় ও অনেক কম লাগে ।
১ . রিসেলিং :মানে
আপনি একটি পন্য ক্রয় করে তা থেকে অধিক মূল্যে বিক্রয় করা । এটি অনেক ভাবে করা যাই । যেমন: আপনার কোনো দোকান থাকে তাহলে সেখান থেকে বিক্রয় করতে পারেন ।আর
না থাকলে ভাড়াই ও নিতে পারেন ।আর
এছাড়া আপনি অনলাইনেও বিক্রি করতে পারেন । তবে এর জন্য আপনার একটি ওয়েব সাঈট প্রয়োজন । আর আপনি যদি তাও না পারেন তাহলে দারাজ ডট কম এর মাধ্যমেও কম দামে ক্রয় করে অনেক দামে বিক্রি করতে পারবেন ।এখানে
পণ্য বিক্রয়ের দায়িক্ত দারাজের থাকে । আর আপনি যদি এর মাধ্যমেও পন্য বিক্রয় করতে না পারেন তাহলে ফেজবুকের মাধ্যমেও বিক্রি করতে পারবেন । এর জন্য প্রয়োজন একটি ফেজবুক পেজ । এর মাধ্যমে আপনি খুব সহজে পণ্য বিক্রয় করতে পারবেন ।
২.মোবাইল রিপিয়ারিং : বর্তমানে চারিদিকে স্মার্ট ফোনের ছড়াছড়ি ।এটির
ব্যবহার দিন দিন বেড়েই চলেছে । এক এক জনের কাছে ২-৩ টি
করে মোবাইল ফোন । আর এটি এক সময় নষ্ট হবে,তা না
হলে এটি রিসেন্ট হবে । এটি দীর্ঘ সময় ধরে চলতে থাকবে । আর বড় কথা হলো এতে খুব বেশি ইনভেস্টের বা টাকা প্রয়োজন হয় না ।এতে
সময়ও কম লাগে এবং অনেক মুনাফা লাভ করা যাই ।অনেক
সময় আপনি সঠিক সময়ে সঠিক সার্ভিস পান না । এতে কাস্টমারের মন খুন্য হয়ে থাকে,আর আপনি সঠিক সময়ে এটি রিপিয়ারিং করে দিলে আর এটি যদি অনেক ভালো সার্ভিস দিলে আপনার কাস্টমারও বাড়তে থাকবে ।বর্তমানে
অনেক স্থানে মোবাইল রিপিয়ারিং এর প্রশিক্ষণ দিচ্ছে ।এটি
অনেক ভালো একটি ব্যবসার মাধ্যম,এর ফলে আপনি একটি মোবাইলের দোকানও খুলতে পারবেন ।আর
আপনার নিজের ফোনের ব্যাপারেও আপনি জানতে ও সহজে সারতে পারবেন ।
৩.ফটোগ্রাফি ও ভিডিও গ্রাফি : বর্তমানে আমাদের সমাজে বিবাহতে ছবি তুলা ও ভিডিও করা একটি ফ্যাশান হয়ে দাড়িয়েছে । এছাড়া জন্ম দিনেও অনেক ঈভেন্ট করে থাকে । আজ কাল ফোনেও অনেকে এগুলো করে থাকে । তার পর ও ফটোগ্রাফার ও ভিডিও গ্রাফার একটি অনুষ্ঠানকে আরও আনান্দময় ও জমজমাট করে তলে।
তাই আপনাকে ফটোগ্রাফি ও ভিডিও গ্রাফি করতে হবে। আপনাকে
অল-ইন-ওয়ান হতে হবে । আর এর জন্য আপনাকে খুব অল্প পরিমান ইনভেস্ট করতে হবে । এটার জন্য আপনাকে একটি ডিএসেলার ক্যামেরার ব্যবস্থা করতে হবে । বর্তমানে ৩০-৪০ হাজারের
ভেতর এটি কিনতে পাওয়া যাবে ।আর
যদি না পারেন তাহলে কারও কাছ থেকে আপনি ভাড়া করেও কাজটি করতে পারেন । তারপর বিভিন্ন সফটয়ার দিয়ে এগুলো এডিট করতে হবে এবং পেনড্রাইভ করে তার কাছে পৌছে দিতে হবে । তারপর আপনাকে একটি পেজ খুলে নিজে নিজে অভ্যাস করতে হবে ।এই
কাজের মার্কেট অনেক । তারপর এগুলো পেজে দিতে হবে পাবলিসিটির জন্য,তাহলে আপনার ব্যবসা অনেক ভালো চলবে ।এর
জন্য টেকনিক্যাল নলেজের প্রয়োজন ।