ছাত্র জীবনে বেকারত্ব দূর করতে একটি লাভবান ব্যবসার আইডিয়া।
আজ
আমরা একটি পুজি বিহীন ব্যবসা নিয়ে আলোচানা করব । আসা করি আইডিয়াটি সবার কাজে লাগবে । চলুন তাহলে জেনে নি আইডিয়াটি । টাকা
না থাকলে যে ব্যবসা করা যাবে না এটি একটি ভূল ধারনা । কারন এমন অনেক ব্যবসা আছে যা শুরু করতে সামান্য কিছু টাকা হলেই চলে । আর এর জন্য একটি প্রয়োজন একটি মুটোফোন । আপনারা হয়তো ভাবছেন তাহলে ব্যবসাটা কি ।
*বর্তমানে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে অনেক । আর
এ সকল নতুন উদ্যোক্তাদের অনেক রকম লিগ্যাল ডকুমেন্ট যেমন :ট্রেড লাইসেন্স,টি আই এন,ভ্যাট ইত্যাদির প্রয়োজন হয় ।
আর এর জন্য দালালের হাতে পড়েনি এমন লোক অনেক কমই আছে । এই প্রয়োজনীয় কাগজ পত্র সংগ্রহ করে দেওয়ার জন্য আপনি একটি ব্যবসা চালু করতে পারেন। যার নাম দেওয়া যায়,বিজনেস সাপোর্টিভ থার্ড পর্টি সার্ভিস। এতে
যার যা প্রয়োজন আপনি সেটি করে দিলেন । আর এতে যে টাকা প্রয়োজন তার থেকে আর একটু বেশি টাকা সার্ভিস ফি নিয়ে নিলেন । আর একটি ফিক্স দাম দিলেন মানুষের আস্থা তৈরির জন্য । আর এই বাড়তি টাকা দিয়ে আপনি বা আপনার স্থানে অন্য কেও কাজটি করে দিতে পারে । এতে আপনার অনেক সময় ও বেচে যাবে । আর এই কাজের ফাঁকে আপনি অন্য একটি কাজও করতে পারবেন আর আপনার এই কাজের প্রচারের জন্য আপনি কিছু লিফলেট ছাপাতে পরেন । এতে আপনি অনেক দ্রুত পাবলিসিটি পাবেন । তাই দ্রুত ভাবুন আর কাজে লেগে পড়ুন। আর
আমার বিশ্বাস,ছাত্র জীবনে বা বেকার বসে না থেকে এই ব্যবসাটা করলে আপনি অনেক উপকৃত ও লাভবান হবেন।