"

ডিগ্রির অনলাইন এপ্লাই এর খুঁটিনাটি দেখুন


ডিগ্রির অনলাইন এপ্লাই এর খুঁটিনাটি দেখুন




ডিগ্রীর অনলাইন এপ্লাই এর জন্য যে কাজগুলো করতে হবে তা হল প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে।সেখান থেকে ন্যাশনাল ইউনিভার্সিটি সাইট যেতে হবে।


তারপর মেইন মেনু থেকে ডিগ্রী পাস অপশনে যেতে হবে।

তারপর নতুন পেজ ওপেন হবে সেখান থেকে বাম সাইডে লেখা থাকবে  এপ্লাই নাও ডিগ্রি পাস এখানে ক্লিক করতে হবে।

এরপর একটি ফরম আসবে ফরমটি পূরণ করতে হবে বাম সাইডে আপনার এসএসসির রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং পাশের সাল তারপর ডান সাইডে এইচএসসির রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার পাশের সাল  বোর্ড  সিলেট  কইরে নেক্সট ক্লিক করতে হবে। 

তারপর আপনার সামনে আপনার বিস্তারিত তথ্য আসবে নিচে এসে নেক্সট ক্লিক করতে হবে। 

এটার পর আপনার সামনে নতুন ট্যাবে ওপেন হবে সেখানে আপনার ডিভিশন, জেলা এবং কলেজ সিলেক্ট করতে হবে। কলেজ সিলেক্ট করার সাথে সাথে আপনার ডান পাশে সাবজেক্ট শো করবে সেখান থেকে আপনার পছন্দ অনুযায়ী সাবজেক্ট সিলেক্ট করে দিতে হবে এরপর নেক্সট ক্লিক করতে হবে। 

তারপর যদি আপনার কটা থাকে Yes বাটনে ক্লিক করবেন না থাকলে No বাটনে ক্লিক করে নেক্সট ক্লিক  করবেন। 

তারপরের একটি পেজ আসবে সেখানে আপনার ফোন নাম্বার ছবি দিতে হবে ছবিটি অবশ্যই নির্ধারিত সাইজের হতে হবে তারপর প্রিভিউ অ্যাপ্লিকেশন ক্লিক করতে হবে।

এরপর একটি পেজ আসবে আপনার ডিটেইলস সেখানেও  দেখাবে তারপর আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে

সাবমিট বাটনে ক্লিক করার পর একটা পেজ আসবে সেখান থেকে আপনার এডমিট কার্ড পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে হবে।

Please Do Not Enter Any Spam Word or Link

Post a Comment (0)
Previous Post Next Post