"

সংবাদ বিজ্ঞপ্তি - ‘বঙ্গবন্ধুর কাছে ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতির মুক্তি আন্দোলনের অবিচ্ছেদ্য অংশ’ -উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ।

সংবাদ বিজ্ঞপ্তি

‘বঙ্গবন্ধুর কাছে ভাষা আন্দোলন ছিল বাঙালি

জাতির মুক্তি আন্দোলনের অবিচ্ছেদ্য অংশ’

 -উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ

জাতীয় বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেছেন, ‘ বঙ্গবন্ধুর কাছে ভাষা আন্দোলন

নিছক বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা প্রতিষ্ঠার আন্দোলন ছিল না, তার কাছে ভাষা আন্দোলন ছিল বাঙালির

জাতীয় মুক্তি সংগ্রামের অবিচ্ছেদ্য অংশ। সেই লক্ষ্য নিয়েই তিনি শুরু থেকেই ভাষা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন।

ভাষা আন্দোলনের পথ ধরেই বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটে। এরই ধারাবাহিকতায় ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে

বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়। বঙ্গবন্ধু ভাষা আন্দোলনের উভয় পর্বে- কী বাইরে, কী কারাভ্যন্তরেউভয়স্থানে থেকেই ভাষা আন্দোলনে নেতৃত্বাস্থানীয় ভ‚মিকা পালন করেন।’

আজ রবিবার (২১ ফেব্রæয়ারি) মহান ভাষা আন্দোলন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে জুম অ্যাপসের মধ্যমে

জাতীয় বিশ^বিদ্যালয় কর্তৃক আয়েজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ,

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক মাহফুজা খানম, রবীন্দ্র

বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. বিশ^জিৎ ঘোষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ^বিদ্যালয়ের মাননীয়

উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ। প্রধান অতিথি এবং আলোচকগণ ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভ‚মিকা বিশদভাবে

তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন ভাষা আন্দোলনে (১৯৪৮সাল) সর্ব প্রথম কারাবন্দিদের মধ্যে

অন্যতম। দ্বিতীয় পর্বে বঙ্গবন্ধু কারাগারে বন্দী থাকলেও চিকিৎসার জন্য তাঁকে যখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে

আনা হল সেখানে ছাত্র নেতৃবৃন্দ তাঁর সাথে গোপনে সাক্ষাৎ করেন এবং ২১ ফেব্রæয়ারি (১৯৫২) ভাষা আন্দোলনের

কর্মসূচি যেকোন মূল্যে পালনের জন্য বঙ্গবন্ধু দিকনির্দেশনা দেন। এরপর বঙ্গবন্ধুকে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে

ফরিদপুর কারাগারে নেয়া হয়। সেখানে ১৬ ফেব্রæয়ারি থেকে একনাগারে ১১দিন অনশন পালন করেন এবং ২৭

ফেব্রæয়ারি ২ বছর ২ মাস কারাভোগ শেষে তিনি মুক্তি লাভ করেন।’


nu.ac.bd

 

Please Do Not Enter Any Spam Word or Link

Post a Comment (0)
Previous Post Next Post