"

২০২০ সালের বেষ্ট ৩টি ব্যবসা আইডিয়া


      

২০১৯ সালের বেষ্ট ৩টি ব্যবসা আইডিয়া


বর্তমানে সরকারি বা বেসরকারি চাকরি যাই হোক না কেনো কোনোটিই সহজ কথা নয় কারন আপনার মত লক্ষ লক্ষ মানুষ এটির পিছনে ছুটছে আর তাই আমার মতে লেখা-পড়ার পশাপাশি আপনি এই ধরনের ব্যবসা করে অনেক লাভবান হতে পরবেন আর এই ছোট্ট ব্যবসা করে অনেক মানুষের ভাগ্য পরিবর্তন করেছে আজ আমি ৩টি ব্যবসা নিয়ে আলোচনা করব যার একটি হতে পারে আপনার জীবনের চাবিকাঠি

: ডিলার শিপ :-ডিলারদের কাছ থেকে পণ্য ক্রয় করে তারপর বিক্রয় করা যেমন,বর্তমানে প্রাণ,আরেফেল কোম্পানি একটি যার রয়েছে হাজার হাজার পণ্য এই গুলো তারা ডিলারের মাধ্যমে খুচরা বিক্রেতার কাছে পৌছায় মাধ্যমে আপনিও একজন কোম্পানির লোক হিসেবে পরিচিতি পাবেন সকল প্রকার বেতন খরচ উক্ত কম্পানি বহন করবে আপনি যদি এক লক্ষ টাকার পণ্য নিয়ে বিক্রি করতে পারেন তাহলে আপনি তার ওপর কিছু কমিশন পাবেন আর প্রত্যেক কম্পানি ৪০-৫০% কমিশন ডিলারদের দিয়ে থাকেন আর এই ব্যবসাতে কোনো প্রকার ঝুকি নাই আর আপনি চাইলে একটি নয় - টি আইটেম নিয়ে উক্ত ব্যবসা করতে পারেন


: রিসেলিং :-এর মানে হলো আপনি একটি পণ্য কম দামে ক্রয় করে অধীক দামে বিক্রি করা বিভিন্ন মাধ্যমে এই কাজটি করা যাই আপনার যদি নিজের কোনো দোকান থাকে তাহলে সেখানে কেনাবেচা করতে পারেন বা আপনি দোকান ভাড়া করেও কাজটি করতে পারেন আর যদি আপনি তাও না পারেন তাহলে অনলাইনেও আপনি খুব সহজে পণ্য কেনাবেচা করতে পারেন বর্তমানে অনলাইনে কেনাকাটার চাহিদা অনেক বেড়েছে আর এর জন্য আপনার একটি -কর্মাচ ওয়েব সাইট প্রয়োজন এটির সাহায্যে আপনি খুব সহজে পণ্য কেনাবেচা করতে পারবেন আপনি চাইলে দারাজ ডট কম এর মাধ্যমে পণ্য কেনাবেচা করতে পারেন আর এতে আপনার কোনো প্রকার কষ্ট করতে হয় না সকল প্রকার দায়িক্ত দারাজের থাকে আর একটি কথা বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন ফেজবুকেও আপনি এই ব্যবসাটি করতে পারেন এতে আপনি অনেক পাবলিসিটি পাবেন আর এর জন্য আপনার একটি ফেজবুক পেজ লাগবে এখানে আপনি বিভিন্ন পণ্যের ছবি তুলে দিতে হবে এখানে এস্ট্রা কোনো খরচ হয় না বলে এর প্রফিট অনেক বেশি


:- মোবাইল রিপিয়ারিং :বর্তমানে চারিদিকে স্মার্ট ফোনের ছড়াছড়ি এটির ব্যবহার দিন দিন বেড়েই চলেছে এক এক জনের কাছে - টি করে মোবাইল ফোন আর এটি এক সময় নষ্ট হবে,তা না হলে এটি রিসেন্ট হবে এটি দীর্ঘ সময় ধরে চলতে থাকবে আর বড় কথা হলো এতে খুব বেশি ইনভেস্টের বা টাকা প্রয়োজন হয় না এতে সময়ও কম লাগে এবং অনেক মুনাফা লাভ করা যাই অনেক সময় আপনি সঠিক সময়ে সঠিক সার্ভিস পান না এতে কাস্টমারের মন খুন্য হয়ে থাকে,আর আপনি সঠিক সময়ে এটি রিপিয়ারিং করে দিলে আর এটি যদি অনেক ভালো সার্ভিস দিলে আপনার কাস্টমারও বাড়তে থাকবে বর্তমানে অনেক স্থানে মোবাইল রিপিয়ারিং এর প্রশিক্ষণ দিচ্ছে এটি অনেক ভালো একটি ব্যবসা মাধ্যম,এর ফলে আপনি একটি মোবাইলের দোকানও খুলতে পারবেন আর আপনার নিজের ফোনের ব্যাপারেও আপনি জানতে সহজে সারতে পারবেন

Please Do Not Enter Any Spam Word or Link

Post a Comment (0)
Previous Post Next Post