"

২০২০ সালে ছাত্র জীবনে সেরা ১১টি ব্যবসা আইডিয়া


    
ছাত্র জীবনে সেরা ১১টি ব্যবসা আইডিয়া



নিজের খরচ নিজে চালাতে চাইলে এবং লেখা পড়ার পাশাপাশি ছাত্র জীবনে এই ব্যবসা অনেক গুরুত্বপূর্ণ চলুন জেনে নি আর আমার মতে আপনি এমনটি করলে অনেক লাভবান হতে পারবেন

. টিউশন : আপনি যদি ছাত্র হোন তাহলে এটি আপনার জন্য একটি আদর্শ পেশা কারন বর্তমানে টিউশন টাকে অন্যত্তম একটি ব্যবসা হিসেবে ধরা হয়েছে এতে যেমন আপনি এক দিক থেকে লেখাপড়ার চর্চা হবে ঠিক অপর দিক থেকে আপনার বাড়তি একটি ইনকাম হয়ে যাবে তাই আমার মতে আপনি এই ব্যবসাটি করতে পারেন

. বিস্কুট তৈরি ব্যবসা : অল্প আয়ে এই ব্যবসাটি একটি অন্যত্তম ব্যবসা ছাত্র জীবনে আপনি অনেক বাড়তি সময় পাবেন আর এই সময়ে আপনি খুব সহজে এই ব্যবসাটি করতে পারবেন

. মোমবাতি তৈরি ব্যবসা : অল্প খরচে আপনি এই ব্যবসাটি করতে পারবেন আর এই ব্যবসাটি অনেক ভালোভাবে চলতে থাকবে

.উপহার সামগ্রীর দোকান : এই ব্যবসাটি করতে আপনাকে একটি ছোট্ট দোকান হলেই হবে আর এই ব্যবসাতে অধীক মুনাফা লাভ করা যাই

.আইসক্রিমের দোকান : পাটটাইমে আপনি এই ব্যবসাটি করতে পারেন আর এই ব্যবসাতে আপনি সাবলম্বি হতে পারেন

.খেলাধুলা সামগ্রীর ব্যবসা : ছাত্র জীবনে বিনোদোন মুলোক একটি কাজ হলো খেলাধুলা ছাড়া ইউটিউব চ্যানেল চালু করা ,ফ্রিলেন্সিং রাইটার,নিজের ওয়েব সাইটে লেখালেখি করা এবং পুরাতন মোবাইল ক্রয়-বিক্রয় উক্ত এই ব্যবসাগুলো করলে আপনি ছাত্র জীবনে অনেক লাভবান হবেন এবং আপনার কম সময়ে করতে পারবেন

. লবন পেকেট ব্যবসা: আপনি অনেক কম খরচে এই ব্যবসাটি করতে পারবেন আর বর্তমান বাজারে এই লবনের চাহিদা অনেক এ ই ব্যবসাটি শুরুর আগে আপনাকে সুন্দর পেকেট তৈরি করতে হবে তার পর পাইকারিতে লবন কিনতে হবে আর বাংলাদেশে ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত লবন আবাদ হয়ে থাকে আর এই সময় আপনি অনেক কম দামে লবন  ক্রয় করতে পারবেন তার পর আপনাকে এটি প্যাকিং করতে হবে আর এর জন্য আপনাকে একটি মেশিং ক্রয় করতে হবে আর এর দাম অনেক কম এতে আপনার মোট ১০-১২ টাকা খরচ হবে আর আপনি ২০-২৫ টাকা বিক্রি করতে পারবেন অর্থাৎ এতে আপনি অনেক সহজে অধীক মুনাফা লাভ করতে পারবেন
আর আপনি যত বেশি বিক্রয় করবেন তত বেশি লাভ করতে পারবেন

.তথ্য-প্রযুক্তি ব্যবসা : ব্যবসাতে খুব অল্প সময়ে অনেক মুনাফা লাভ করা যাই বর্তমানে যারা এই ব্যবসাতে আছেন তারা অনেক টাকা ইনকাম করছেন আর এই অনলাইনের সকল প্রকার ব্যবসা আপনি করতে পারেন শুধু মাত্র এক বছরে ১৮৭ জন কোটিপতি হয়েছেন এই ব্যবসাটি করে

. রিয়ালইস্টেট ব্যবসা : ব্যবসাতে আপনি অনেক কম সময়ে অনেক কোটি টাকা ঈনকাম করতে পারবেন আর এর এক মাত্র প্রমান হলো বর্তমান ডোনাল ট্রাম্প তিনি শুধু মাত্র এই ব্যবসা করে .৭৫ মিলিয়ন ডলার ইনকাম  করেন তাই আপনি এই ব্যবসাটি করতে পারেন

১০. ফ্যাশান খুচরা পণ্য ব্যবসা : বর্তমানে ২৭৩ জন আছেন যারা শুধু মাত্র এই ব্যবসা করে কোটি ডলার ইনকাম করছে বাংলাদেশে অনেক গার্মেন্টস আছে আর এর ফলে আপনাকে অনেক সহজ হবে এই ব্যবসাটি করে আর আপনি খুব সহজে সাপ্লাই পেয়ে জাবেন

১১.আর সব থেকে দ্রুত কোটি টাকা ঈনকাম সাবলম্বি হতে পারেন ফিন্যান্স মার্কেটিং ব্যবসাটি করে আর বর্তমান বিশ্বে ৩০০ জন এই ব্যবসা করে অনেক ডলার ইনকাম করছে আর এর মধ্যে প্রধান হলেন ওয়ার্নার বিফেট আর শেয়ার বাজারে ব্যবসা করে অনেক দ্রুত ভাগ্য পরিবর্তন করা যাই


নতুন আর ব্যবসার আইডিয়া পেতে চাইলে আমাদের সাথেই থাকুন আর আমাদের কোন ভুল হলে দয়া করে ভুলটা ধরিয়ে দিবেন আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন




Please Do Not Enter Any Spam Word or Link

Post a Comment (0)
Previous Post Next Post